তোমার চাঁদেরহাট

0


তোমার চাঁদেরহাট

মোহাম্মদ সহিদুল ইসলাম  

একটুখানি চেয়েছিলাম তোমার দীপ্ত পরশ,

যে পরশে নষ্ট কাঠাম হয়ে যেতো সরস,

কাঁটাও কিন্তু পাইনি যদিও চেয়েছিলাম ফুল,

তুমি তো সত্য ছিলে আমি না হয় ভুল!

অন্ধকারে এক খেয়াঘাট আলোয় আরেক ঘাট

জ্যোৎস্না বানে প্লাবিত হোক তোমার চাঁদেরহাট।

এক পিঠে আলো যার আরেক পিঠে কালো,

ভাল-মন্দের এই জগতে তুমিই থাকো ভালো।

একটি স্বপ্ন হোক না ভঙ্গ আরেকটি হোক গড়ার,

সুখ সারথি তুমিই হও সুখ সরণি - ধরা'র।

একটি আশা হোক না মলিন একটি আশা সুখের,

স্বপ্ন তোমার বাঁচুক তবু তোমার দীপ্ত বুকের।

সিঙ্গাপুর 

১০/০৮/২০২৩



Post a Comment

0Comments
Post a Comment (0)