তোমার চাঁদেরহাট
মোহাম্মদ সহিদুল ইসলাম
❑
একটুখানি চেয়েছিলাম তোমার দীপ্ত পরশ,
যে পরশে নষ্ট কাঠাম হয়ে যেতো সরস,
কাঁটাও কিন্তু পাইনি যদিও চেয়েছিলাম ফুল,
তুমি তো সত্য ছিলে আমি না হয় ভুল!
❑
অন্ধকারে এক খেয়াঘাট আলোয় আরেক ঘাট
জ্যোৎস্না বানে প্লাবিত হোক তোমার চাঁদেরহাট।
এক পিঠে আলো যার আরেক পিঠে কালো,
ভাল-মন্দের এই জগতে তুমিই থাকো ভালো।
❑
একটি স্বপ্ন হোক না ভঙ্গ আরেকটি হোক গড়ার,
সুখ সারথি তুমিই হও সুখ সরণি - ধরা'র।
একটি আশা হোক না মলিন একটি আশা সুখের,
স্বপ্ন তোমার বাঁচুক তবু তোমার দীপ্ত বুকের।
❑
সিঙ্গাপুর
১০/০৮/২০২৩