স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি

0

স্রষ্টা শ্রেষ্ঠ সৃষ্টি তুমি

মোহাম্মদ সহিদুল ইসলাম

হে প্রিয়তমা হে নন্দিত নন্দিনী,

তুমি সুহাসিনী, তুমি সুভাষিণী,

তুমি বিধাতার সৃষ্টি, কৃষ্টি অনন্য,

তুমি মহীয়সী, তুমি প্রেয়সী, তোমার ছোঁয়াতে হবো ধন্য

 

বিধাত্রী পরম সৃষ্টি, তুমি চারু বিন্দু

তুমি স্বর্গের সিন্ধু,তুমি তিমিরের ইন্দু,

তোমারই অবগাহনে করবো জ্যোতি,

তনু মন, যদি দাও হে দেখা তাই আজো হইনি বিপন্ন

 

ধরণীতে তুমিই প্রথমা, তুমি তুলনাহীন,

স্রষ্টা শ্রেষ্ঠ সৃষ্টি তুমি অনিন্দ্য চিরদিন,

তোমাতে সপেছি প্রাণ, হবো অম্লান,

যদি সদয় কৃপা করো হে প্রিয়া, জীবন হবে অনন্য

 

আমি পাপী,আমি তাপি, কুৎসিত কালো,

তোমার প্রেম জেল্লায় একটু দাও আলো,

হে পরোয়ার নাই কিছু চাহিবার, প্রথমাকে

চাই তোমার কৃপায়, তোমার ফয়সালা চাই তার জন্য


Post a Comment

0Comments
Post a Comment (0)