আমি একটা ফ্রড
মোহাম্মদ সহিদুল ইসলাম
❑
প্রথমা শোন, তুই আমাকে ভালবাসিস না,
এ কথা যখন শুনি তখনই আমি মরে যাই।
❑
প্রতিটি মুহূর্তেই আমি মরে যাই,
আমার মরে যেতে ইচ্ছে হয়।
কিন্তু আত্নহত্যা যে করতে পারি না।
আমি অনেক বার বলেছি,
তোকে ছাড়া বাঁচতে চাই না,
কিন্তু মরতে কি পেরেছি?
না হ পারিনি,
দিব্যি জিন্দা লাশ হয়ে আছি।
❑
বিধাতা যদি চুড়ান্ত ফয়সালা না করে,
হয়তো নিজে নিজেকে হত্যা করতে পারবো না।
আমি জানি তুই আমাকে ভালবাসিস না।
কারণ আমাকে তুই ভালবাসবি কি করে?
তুই হয়তো প্রথম জীবনেই বুঝতে পেরেছিলি
আমি একটা ফ্রড।
তাই আমাকে তুই প্রেমিক হিসেবে মেনে নিবি কেন?
দুনিয়াতে কি ভাল মানুষের অভাব পড়ছে?
❑
তোর কিংবা তোকে যেভাবে ভালোবাসার দরকার ছিল,
আর সেভাবে ভালবাসতে যা প্রয়োজন ছিল,
তা দিতে আমি ব্যর্থ তো বটেই,
বরং একজন ফ্রড হিসেবে একথা কল্পনাই করা যায় না।
❑
আমার মত নরপিশাচ
কিংবা একজন ফ্রডের ভালোবাসায় নয়,
তুই তোর প্রকৃত ভালোবাসা নিয়ে বেঁচে থাক
অনন্ত জীবন।
আমি আমার মত করেই তোকে ভালোবেসে যাবো।
তোকে কখনো আর বলবোনা ভালোবাসি।
❑
একজন ফ্রড হিসেবে তোর প্রেমিক তো নয়-ই
বরং একজন ফ্রড তোর বন্ধু হবার যোগ্যতাও আমার নেই।
প্রথমা এখনো আমি তোকে দেবী তুল্য মনে করি।
আজীবন - অনন্তকাল তোকে দেবীর আসনেই রাখবো।
তোকে বুকের পিঞ্জিরায়
রেখিছিলাম, রেখেছি এবং রাখবো অনন্তকাল।
❑
যদি কোনদিন আকষ্মিক দেখা হয়ে যায়,
সেদিন তোর বন্ধু হিসেবে পরিচয় দিয়ে
তোকে ছোট করবো না।
কারণ,
তুই যে আমার দেবী,
তুই যে আমার ঐশ্বরানী,
তুই যে আমার বৈভবী
আর আমি যে পাপী, আমি যে ফ্রড।
একজন ফ্রড তোর বন্ধু হতে পারে না।
ভাল থাকিস।