তুমি চাঁদের চেয়েও সুন্দর ❑ মোহাম্মদ সহিদুল ইসলাম

0
তুমি চাঁদের চেয়েও সুন্দর
মোহাম্মদ সহিদুল ইসলাম
আমি আর চাঁদের সৌন্দর্য দেখতে চাইনা
কারণ তুমিই আমার চাঁদ, মনেরই আয়না,
তুমি আলোকিত করেছো আমার অন্দর
তুমি নিষ্কলুষ, তুমি চাঁদের চেয়েও সুন্দর।
জিয়ন্ত ফুলের গন্ধ মোর লাগে না ভালো
তুমি যে আমার ভিতর করেছো আলো,
তুমি মোর আশার আলো, আমার গৌরব
ফুলের চেয়েও বিমোহিত তোমার সৌরভ।
জুড়াইবো প্রাণ আমার তোমারই পরশে
হাতে হাত রাখো যদি বন্ধু মনেরি হরষে,
রিক্ত আমি সেধেছি প্রেম একটু দাঁড়াও
যদি বন্ধু হও তবে এসো হাতটি বাড়াও।
নইতো আমি কেহ তোমার, তুমি মোর আলো
বুঝবে না বন্ধু তুমি কেন বাসি তোমায় ভালো,
বুকের মধ্যে হৃদয় যেথায় করছে অবস্থান,
সেথায় রাখছি বন্ধু তোমায় জুড়াইবো প্রাণ।
নাইবা বাসলে ভাল তুমি আমাকে এক রত্তি
তোমায় কিন্তু আমার বুকে রেখেছি সত্যি,
এসেই দেখো কাছে তুমি দিয়েই দেখো মন
মোহিত প্রাণ হবে, বন্ধ হবে হৃদয় রক্তক্ষরণ।
হাসতে দেখ বন্ধু আমায় গাইতে দেখো গান,
বুঝবে না বন্ধু আমার সুপ্ত অভিমান,
মন দিয়ে মন বিনিময় করতে তুমি পারো
কষ্ট সব ভুলে গিয়ে, বাসবো ভাল আরো।
রবে না তো কেউ তো ভবে ভালবাসাই রবে,
বন্ধু কেন কৃপণতায় দূরে রাখো তবে,
বুকের ভিতর চাপা কষ্ট কর অংশবিভাজন
বুকে তোমায় আলিঙ্গনে সিক্ত করবো মন।

Post a Comment

0Comments
Post a Comment (0)