দেবী প্রথমা

MS ISLAM _ BDTutorials2
0

 


দেবী প্রথমা

.....….....✏
মোহাম্মদ সহিদুল ইসলাম
তখন, যখন সবাই এসে বলতো আমায় বোকা,
সবাইকে পাগল বলতাম,আমায় দিচ্ছো ধোকা?
বলতো সবে হায়রে পাগল, বলবো কেন মিছে?
তোর প্রথমা মনের মধ্যে আরেকজনকে পোষে।
প্রতিবেশি বুঝাতো আমায়, দিত অনেক উপমা,
প্রথমা যে আমার কাছে দেবীর একটা প্রতীমা,
যে প্রিয়ফুল বুঝি কেমনে ভুল, দেবী প্রথমাকে,
বললে কিছু, পাগল বলতাম আমি যাকে তাকে।
প্রানের চেয়েও অধিক প্রিয় বাসতাম ভাল যাকে,
লোকের কথায় কেমনে আমি নিন্দা করি তাকে,
সে কোনদিন বলেনি তো কাউকে ডিজার্ভ করে,
তাইতো আমি প্রথমাকে পোষতাম হৃদয় জুড়ে।
সারা জীবন বাসলাম ভাল না শুনে কারো মানা,
মানা যারা করতো তাদের বলতাম পাগল-ছানা,
ওরা সবে ভালই ছিল শুধু - পাগল ছিলাম আমি,
শুনি যখন তোরই মুখে, ভাবতিস কাউকে স্বামী।
বন্ধু ভেবে বলতে পারতিস না করে সব হাইড,
তাইলে আমি স্বপ্নের বাসর না করিতাম রাইড।
সারা জীবন পাগল কইয়া যাদের দিতাম ধিক,
তোর মুখের কথা শুনে মোর মাথা হইছে ঠিক।
অভিশাপ দেইনি তোরে, কোনদিন তা দিবো না,
পাগল ছিলাম, ভাল হলাম এটাই ছিল পাওনা।
ভাল থাকা শিখছি আমি, আসবেনা কল তাই,
ভাল আছিস, ভালই থাকিস পরিজনে সর্বদাই।

Post a Comment

0Comments
Post a Comment (0)