দেবী প্রথমা
.....….....
মোহাম্মদ সহিদুল ইসলাম
❑
তখন, যখন সবাই এসে বলতো আমায় বোকা,
সবাইকে পাগল বলতাম,আমায় দিচ্ছো ধোকা?
বলতো সবে হায়রে পাগল, বলবো কেন মিছে?
তোর প্রথমা মনের মধ্যে আরেকজনকে পোষে।
❑
প্রতিবেশি বুঝাতো আমায়, দিত অনেক উপমা,
প্রথমা যে আমার কাছে দেবীর একটা প্রতীমা,
যে প্রিয়ফুল বুঝি কেমনে ভুল, দেবী প্রথমাকে,
বললে কিছু, পাগল বলতাম আমি যাকে তাকে।
❑
প্রানের চেয়েও অধিক প্রিয় বাসতাম ভাল যাকে,
লোকের কথায় কেমনে আমি নিন্দা করি তাকে,
সে কোনদিন বলেনি তো কাউকে ডিজার্ভ করে,
তাইতো আমি প্রথমাকে পোষতাম হৃদয় জুড়ে।
❑
সারা জীবন বাসলাম ভাল না শুনে কারো মানা,
মানা যারা করতো তাদের বলতাম পাগল-ছানা,
ওরা সবে ভালই ছিল শুধু - পাগল ছিলাম আমি,
শুনি যখন তোরই মুখে, ভাবতিস কাউকে স্বামী।
❑
বন্ধু ভেবে বলতে পারতিস না করে সব হাইড,
তাইলে আমি স্বপ্নের বাসর না করিতাম রাইড।
সারা জীবন পাগল কইয়া যাদের দিতাম ধিক,
তোর মুখের কথা শুনে মোর মাথা হইছে ঠিক।
❑
অভিশাপ দেইনি তোরে, কোনদিন তা দিবো না,
পাগল ছিলাম, ভাল হলাম এটাই ছিল পাওনা।
ভাল থাকা শিখছি আমি, আসবেনা কল তাই,
ভাল আছিস, ভালই থাকিস পরিজনে সর্বদাই।
❑