আর হবে না সোনালী সকাল
...................
মোহাম্মদ সহিদুল ইসলাম
▬۩۞۩▬
শহরের আলোর বিচ্ছুরনে বিচ্ছুরিত বাতি,
প্রিয়তার সাথে কাটানো অন্তরঙ্গ রাতি,
শাহজাহানের তাজমহল এও হবে ক্ষয়,
জেনে রেখো নক্ষত্রেরও পতন হয়।
ধ্রুবতারাটাও একদিন নিভে যাবে,
তবে সেদিনের অপেক্ষা করোনা না প্রথমা,
তুমি বুঝে নিও আমি ভুলে যাওয়া শিখে গেছি,
হ্যাঁ কেউ ভুলে কেউ ভুলে কেউ ভুলে না,
তবু কিছু চিরন্তন সত্য রয়,
কেউ ভুলে যেতে বাধ্য হয়।
❑
রাতের আঁধার কেটে গিয়ে আসবে দিবস,
পূর্বরাগে নিশা শেষে হসনে বিবশ,
নিশার দিশা এক সময়ে মুছবে জানি,
আলোয় সকাল ভরবে নব সূর্যখানি।
চির উজ্জ্বল সূর্যও - চিরতরে ভাঙ্গবে মহিমা,
তবে সূর্য ডোবার অপেক্ষা করো না প্রথমা,
তুমি বুঝে নিও আমি ভুলে যাওয়া শিখে গেছি,
তবে হ্যাঁ কেউ ভুলে,
কেউ ভুলে না অতীত দিনের স্মৃতি,
আমি বাধ্য হয়েই গাইছি এখন
পাগল প্রলাপ গীতি।
❑
যদি মোর বুক ভাঙ্গে শূন্যের হাহাকারে,
যদি আমার কষ্ট গুলো নিশি তাড়া করে,
কাঁদবো না আর মুখ লুকিয়ে, মানছি পরাজয়,
জেনে রেখো নক্ষত্রেরও পতন হয়।
সবকিছুই বিলীন হবে ছাড়িয়ে তার সীমা,
সেদিনের অপেক্ষা তুমি, করো না প্রথমা,
বুঝে নিও আমি ভুলে যাওয়া শিখে গেছি,
কেউ ভুলে কেউ ভুলে কেউ ভুলে না,
অতীত দিনের স্মৃতি,
তবে এটাও তো চিরন্তন সত্য
আর হবে না সোনালী সকাল, পুণ্য চাঁদের তিথি।
❑