ব্যথার অশ্রুজল
..................….....
মোহাম্মদ সহিদুল ইসলাম
❑
তুই যে ছিলি আমার মনের স্বপ্ন অবিরল,
প্রতিক্ষাতে দিন যেতো মোর, আসলো বুঝি কল!
❑
এই তুই যে এখন আর
সেই তুই তো নাই
কি করে মুখটা আমার,
বল, তোরে দেখাই?
তাইতো এখন আমার ফোনে আসলে তোর কল,
দুই নয়নে ঝরে আমার ব্যথার অশ্রুজল।
❑
ভুল ত্রুটি সব মাফ করে নিস,
পাপ গুলি সব আমারে দিস,
আমায় ভুলে ভাল থাকিস,
পরিজনকে ভাল রাখিস।
মানবতা রক্ষা করতে দিস না তুই আর কল,
তোর কলে যে, লুকিয়ে মুছি ব্যথার অশ্রুজল।
❑