রিমঝিম বর্ষায়
............
মোহাম্মদ সহিদুল ইসলাম
❑
কাজলী মেঘকন্যা হর্ষে অবিরত বর্ষে রিমঝিম বর্ষায়,
অবিরল ঝরে জল চামেলি চঞ্চল, কেয়া ফুলের গায়,
পল্লী বধূয়ার মন উতলা ক্ষণে-ক্ষণ ঢিলেঢালা মহুয়ায়,
জানালা ধরে নিধুয়া উদাসী বধুয়া বিরহের গীত গায়।
❑
বর্ষার খুশিতে আনন্দ লুটিতে ডালে ডালে ফুটে ফুল,
মহুয়ার আয়ত্তে প্রায়শ মধু নিতে মৌমাছি করে গুল,
নদীর কুলে কুলে, ফুলেফুলে স্নিগ্ধ হাসিতে কাশফুল,
মেঘের গর্জনে বৃষ্টির অর্জনে কাক ভেজায় মশগুল।
❑
বর্ষার নয়া জলে মৎস্য ধরে জেলে, এইতো মৌশুম,
চঞ্চল ছেলেরা মুখরিত জেলেরা চারদিকে বেশ ধুম,
উচ্ছল জেলেরা, দুষ্ট ছেলেরা চোখে ওদের নাই ঘুম,
নেই তো নিকাশে হাকে মেঘ আকাশে গুড়ুম গুড়ুম।
❑
মেঘেরা থেকে থেকে কখনো এঁকেবেঁকে করে গর্জন,
পিলেটা চমকায় কখনোবা ঝলকায় বিজলীর তর্জন,
বাঁধভাঙা ঢেউ তার, তটিনীর ভাঙে পাড়, প্রচন্ড বর্ষণ,
তীরতে বাড়ি যার, ঢেউয়ে হয় নিরাকার বর্ধিত কর্ষণ।
❑
বিলে ঝিলে মেলা মিলে কলমিলতা আর পদ্ম পাতার
সাদা বক, চক চক এ যেন সৌন্দর্যের দৃপ্ত অঙ্গীকার,
বর্ষণে বারবার বৃষ্টিতে চারিধার জলে জলে একাকার,
তৃপ্ত রাশিতে পদ্মের হাসিতে কী অপরূপ শোভা তার!
❑