ঈদ মোবারক ঈদ
প্রিয়া,আর কতটা তোকে ছাড়া
করতে হবে ঈদ!
আমায় ছাড়া ঈদ'টা কেমন,
কাটছে হে সুহৃদ?
আমি যেদিন থাকবো না আর
এই পৃথিবীর পরে,
সকল কিছুই চলবে ঠিকই
ঘড়ির কাঁটা ধরে।
তোর তো সবি আছে, নেই শুধু
এই উনপাঁজুরে,
অভ্যাসটা ভালই হয়েছে,
আমি ছাড়া ঈদ করে।
আমার যদি বুকের মধ্যে
থাকতো একটা হৃদ,
আমি কি আর তোদের ছাড়া
করতে পারি ঈদ?
ভাল আছিস, ভালই থাকিস,
প্রিয়জনদের ঘিরে,
আমার সুখটা যাক মিলিয়ে
তোদের সুখের ভীরে।
রিক্ত আঁখির সিক্ত আদর
দিলাম হে সুহৃদ,
ভাল থাকিস প্রিতমা তুই,
ঈদ মোবারক ঈদ।
২৫/০৫/২০২০