শুভ জন্মদিন
©....সহিদুল
(জনাব সিরাজুল ইসলামের জন্মদিন স্মরণে)
আঁধার গড়িয়ে দিনের প্রতিভাসে,
বিশ্বভুবন উজ্জ্বলতায় হাসে।
পাখিরা সব গায় আনন্দের গান,
নদীর বুকে শুনি কলতান।
সবার মুখে একই সুর, খুশির ধিন,
আজকে তোমার শুভ জন্মদিন।
আজকের এই খুশির দিনে, সবকিছু
সাজুক নতুন করে,
বিষাদের সকল স্মৃতিগুলি, একেবারে,
যাকনা সকল দূরে।
অতিক্রান্ত জরাজীর্ণ রেখনা অন্তরীণ,
আজকে তোমার শুভ জন্মদিন।
পূব আকাশে ঊষার আলো মেলছে ডানা,
দিবস আলো করে,
ঐ দেখনা সুন্দর ধরনী ডাকছে তোমায়,
নাও আপন করে।
জীবন হোক ছন্দময়, শুভ্র প্রতিদিন,
আজকে তোমার শুভ জন্মদিন।
তুমি অদম্য, অবিচল, তুমি অটল
তুমি বলিষ্ঠের অঙ্গীকার অবিরল,
তুমি আলোর সিঁড়ি, সেই সিঁড়ি বাইয়া,
আজকে অনেকেই সফল।
ক্ষমা তুমি করনি, যারা হৃদয়হীন,
আজকে তোমার শুভ জন্মদিন।
তুমি সত্য, তুমি সুন্দর, তুমি নির্ভীক
তুমি বিদিশার নিশা,
তোমার নিপুণ ছোঁয়ায় বহু মানুষ,
পেয়েছে আলোর দিশা।
সহযোদ্ধ সবাই তোমায় বক্ষে রাখবে অন্তরীণ,
আজকে তোমার শুভ জন্মদিন।