ভুল সবই ভুল
..............
মোহাম্মদ সহিদুল ইসলাম
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
আজব এ জীবনে মনের-ই প্রসন্নে,
দুই হাত ভরিয়ে কুড়েছি যত ফুল,
এই কেমন জ্বালা হয়না যে মালা,
কিসে আমি ছিলাম এত ব্যকুল?
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
জীবনের খাতায়, পাতায় পাতায়,
লিখেছিল বিধির বৈভবী আঙ্গুল,
আজ দেখি হায় হিসাবের খাতায়,
মিলে না কিছু সবই যে গন্ডগোল।
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
শ্রাবণে কি আর আসিবে ফাগুন?
পাথরে কোনদিন ফুটেনা যে ফুল!
চাঁদ-বামনের হয় না কদাচ মিলন,
চির সত্য বুঝলাম না ক্যান আবুল!
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
জিজ্ঞাস করি নিজেই নিজের কাছে,
কোথায় আছি, কোথায় হবে কুল?
প্রথমাকে ভালবাসা সত্য নহে কিছু,
সবি আমার স্বপ্নে দেখা, সবিযে ভুল।
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
বিদায় কালে, ডাকিস না কেউ পিছু,
রাখিস না কেউ আমার স্মৃতি কিছু।
কেনযে ভুলে আমি ছিলেম মশগুল।
ক্ষমা করিস আমায় ওরে প্রিয়ফুল।
ভুল সবই ভুল,
ভুল সবই ভুল।
Mohammad Sahidul Islam