বাসনা
আজিজুন নাহার আঁখি
তুমি যদি ফুল হও
আমি হবো ভ্রমর
তোমাতে বিলীন হবো
কাটাবো সুখে প্রহর।
তুমি যদি আকাশ হও
আমি হবো চাঁদ
তোমার গায়ে থাকবো মিশে
মেটাবো মনের সাধ।
তুমি যদি নদী হও
আমি হবো নাউ
তোমার বুকে ভেসে বেড়াবো
যেথায় নিয়ে যাও।
তুমি যদি সাগর হও
আমি হবো ঢেউ
তোমার বুকে আছড়ে পড়বো
বাঁধা দেয়ার নেই কেউ।
তুমি যদি ঝিনুক হও
আমি হবো মুক্তো
তোমার কোঠরে থাকবো সুখে
হয়ে পাকাপোক্ত।
তুমি যদি ঝর্ণা হও
আমি হবো ধারা
তোমার ছন্দে নাচবো সুখে
হয়ে আত্মহারা।
তুমি যদি ঘাস হও
আমি হবো শিশির
আলতো করে ছোঁবো তোমায়
ঘুচাবো সব তিমির।
তুমি যদি জল হও
আমি হবো পদ্ম
তোমার বুকে ফুটবো আমি
হয়ে সদা সদ্য।
তুমি যদি পুকুর হও
আমি হবো হংস
মনের সুখে কাটবো সাঁতার
করবো না কিছু ধ্বংস।
তুমি যদি কাগজ হও
আমি হবো পেন্সিল
তোমার বুকে ঝরাবো কালি
এটাই তো মোদের মিল।
তুমি যদি ক্যানভাস হও
আমি হবো রঙতুলি
আদর করে রঙ মাখাবো
রাঙাবো সব অলি গলি।