মায়াবতী
এস. ইসলামছামিউম বাশির তুমি,
তুমি বিশ্ব স্বামী
সবি দেখ, সবি শোন,
ওহে অন্তর্যামী।
যার জন্য হৃদয় আজো
সিক্ত সরোবর,
তার জন্য আর কতটা
পোড়াবে অন্তর?
লক্ষী সোনা, চাঁদের কনা,
তুমি সুর বিতান,
তুমি আমার ভালবাসা,
তুমি আমার জান।
এসো, হাতে হাত ধরি,
এসো শপথ করি,
মরতে হলে দুজন যেন,
এক সাথেই মরি।
মায়াবতী তুমি আমায়
কোন ইন্দ্রজালে?
বেঁধেছো হিয়া আমার,
মায়াবিনী ঢালে।
সারাজীবন প্রিয়তমা
শান্তির ছায়াতলে,
জড়িয়ে রেখো আমায়
তোমার আঁচলে।
~©~