কিছু কথা
©.......সহিদুল
কিছু কথা থাকনা, সে-তো গোপনে,
কিছু আশা রয়েই, যাবে স্বপনে।
এইতো বিধির লিখন,
প্রিয়াতমা
নেইতো আমার এখন।
কিছু কুঁড়ি ঝরে যায় মুকুলে,
কিছু স্রোত ছাপিয়ে যায় দু'কুলে
ঘুম ভাঙ্গার আগেই আমার
ভাঙ্গিলো স্বপন।
এইতো বিধির লিখন,
প্রিয়াতমা
নেইতো আমার এখন।
কিছু নীল মিলে যায় নীলিমায়,
নদী গুলি এঁকেবেঁকে,
মিল হয় মোহনায়,
আমার প্রিয়া বিধি কেন,
করলে বিয়োজন?
প্রিয়াতমা
নেইতো আমার এখন।