হঠাৎ তারে ভাসাইয়া নিছে অজানা এক বানে,
অশান্তিতে মাইরাছে বান বুকের মইধ্যখানে।
আছে কি আর কোন উঝা বান ছাড়াইতে পারে?
অশান্তির বিষ উঠছে আমার অন্তরের ভিতরে।
কাঁইপা উঠে অন্তর আমার, ধইরাছে বিচ্ছেদ জ্বরে
প্রেমের জ্বরে পইরা সদায় লাগছে আঘাত অন্তরে,
সাধ্য কি আর আছে কারো, সাড়াবে জ্বর ডাক্তারে?
অশান্তির বিষ উঠছে আমার অন্তরের ভিতরে।
শালের শাইল বিন্ধিলে গায়ে সেই ব্যাথা সহা যায়,
বিরহ শাইল বিঁধে গায়ে পরান আমার যায়রে যায়
সখি তোরা আয় না আমার বাতাস কর না পিঞ্জরে,
অশান্তির বিষ উইঠাছে আমার অন্তরের ভিতরে।
ফাগুন মাসের আগুন লাগলে বনানীর ওই বুকে,
জংগলার ওই বুকের আগুন দেখে সর্বলোকে।
আমার আগুন দেখে না কেউ, বীনাকাষ্ঠে পোড়ে,
অশান্তির বিষ উইঠাছে আমার অন্তরের ভিতরে।