নারী প্রেমে মজরে মন (সংগীত)
(বিশ্ব নারী দিবস উপলক্ষে)
(বিশ্ব নারী দিবস উপলক্ষে)
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি,
মায়ের সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
মায়ের সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
কন্যা আছে যাহার ঘরে, এই সংসারে,
হাদিস বলে, আল্লাহ আমার জান্নাত দিবে তারে,
পুত্র থাকলে গ্যারান্টি কি তার, বেহেস্ত তুই পাবি,
মেয়ের যত্ন করলে পরে, স্বর্গ সুখে র'বি,
নারীর যত্ন করলে পরে, স্বর্গ সুখে র'বি,
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
হাদিস বলে, আল্লাহ আমার জান্নাত দিবে তারে,
পুত্র থাকলে গ্যারান্টি কি তার, বেহেস্ত তুই পাবি,
মেয়ের যত্ন করলে পরে, স্বর্গ সুখে র'বি,
নারীর যত্ন করলে পরে, স্বর্গ সুখে র'বি,
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
সংসার সুখের হয় রমনীর গুনে,
চিরসত্য একথাটি কে না বলো জানে?
সকল জেনে নারী নিন্দায় মেতে কেন র'বি?
রমনীকে ভালবাস তুই, সুখী যদি হবি,
নারী প্রেমে মজরে মন তুই, সুখী যদি হবি,
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
চিরসত্য একথাটি কে না বলো জানে?
সকল জেনে নারী নিন্দায় মেতে কেন র'বি?
রমনীকে ভালবাস তুই, সুখী যদি হবি,
নারী প্রেমে মজরে মন তুই, সুখী যদি হবি,
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
এই জগতে অনেক মূর্খ নারী ঘৃণা করে,
বিনয় করে একটি কথা জিজ্ঞাসিব তারে,
ভবে আসার পূর্বে তুমি, ছিলে যার উদরে,
কেমনতর মূর্খমানব, ঘৃণা কর তারে,
সময় থাকতে বুকে ধারো, পুন্য মায়ের ছবি,
সময় থাকতে নারী পূজ, জান্নাত যদি চা'বি,
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
বিনয় করে একটি কথা জিজ্ঞাসিব তারে,
ভবে আসার পূর্বে তুমি, ছিলে যার উদরে,
কেমনতর মূর্খমানব, ঘৃণা কর তারে,
সময় থাকতে বুকে ধারো, পুন্য মায়ের ছবি,
সময় থাকতে নারী পূজ, জান্নাত যদি চা'বি,
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
নারী হলো অর্ধাঙ্গিনী,
নারী হলো জীবন সঙ্গি,
নারী কন্যা, নারি ভগ্নি,
নারী হলো মা-জননী,
নারীই হলো সকল শক্তি,
কর তুমি নারী ভক্তি,
মাতা-নারী বেহেস্তেত মূল,
তাইতো ভেবে কয় সহিদুল, জান্নাত যদি চা'বি,
কর আগে মায়ের সেবা,
কর আগে নারীর সেবা, তাইলে সফল হবি,
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
নারী হলো জীবন সঙ্গি,
নারী কন্যা, নারি ভগ্নি,
নারী হলো মা-জননী,
নারীই হলো সকল শক্তি,
কর তুমি নারী ভক্তি,
মাতা-নারী বেহেস্তেত মূল,
তাইতো ভেবে কয় সহিদুল, জান্নাত যদি চা'বি,
কর আগে মায়ের সেবা,
কর আগে নারীর সেবা, তাইলে সফল হবি,
নারী হলো মায়ের জাতি, জান্নাতের চাবি।
নারীর সেবা কর সবে, জান্নাতে কে যাবি?
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিংগাপুর
০৮/০৩/২০১৬
সিংগাপুর
০৮/০৩/২০১৬