প্রেমের আদালতে

MS ISLAM _ BDTutorials2
0
প্রেমের আদালতে
মোহাম্মদ সহিদুল ইসলাম
হেবিয়াস কর্পাস রিট করবো,
হ্যাঁ, হেবিয়াস কর্পাস, 
আমার অধিকার থেকে তোমাকে যে ছিনিয়ে নিয়েছে,
প্রেমের আদালতে, তার নামে আমি হেবিয়াস কর্পাস রিট করবো।
ওকে করবো প্রেমের আসামী, আমি হইবো বাদী,
প্রেম কোর্টের জজের নিকট শোধাব আমি,
কোন অপরাধে সে আমার প্রেম ছিনতাই করেছে?
লেজার রশ্মি দিয়ে একটা চুলকেও যেমন ছিদ্র করা সম্ভব,
তেমনি বুঝি লেজারের রশ্মি তুমি!
নইলে কেমন করে এমন সূক্ষ্মভাবে আমার অন্তরটাকে ছিদ্র ছিদ্র করে,
ঐ রশ্মিতেই আলোকিত করেছ অন্য ভুবন।
নদী আছে, জলও আছে, জোয়ার-ভাটা হয়,
প্লাবনে নৌকাও চলে,
কিন্তু লালন যেমন জল পিপাসায় মরে থাকতে নদী মেঘনা,
তেমনি আমি প্রেম পিপাসায় মরি হারিয়ে মনের মানুষ,
মনের ঠিকানা।
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর

Post a Comment

0Comments
Post a Comment (0)