একটি পদ্মফুল

MS ISLAM _ BDTutorials2
0

একটি পদ্মফুল
(জাতির পিতা বঙ্গবন্ধু স্মরণে) 
©.......সহিদুল

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ কুল,
উদ্ভাস হলো ভোরবেলাতে একটি পদ্মফুল।
হে জাতির পিতা তুমি কি আসবে আবার ফিরে?
মেঘনা-যমুনার তীরে সোনার বঙ্গ কুটিরে।

আদর করে ডাকতো মায়ে তোমায় খোকা বলে,
তোমায় পেয়ে শেখ পরিবার আনন্দেতে দোলে।
খোকাই হলো জাতির পিতা দেশকে ভালবেসে
ক্রান্তিলঘ্নে দেশের হাল ধরলো হেসে হেসে।

বাধা আর বন্ধন সব পেরিয়ে উচ্চ করি শির,
সোনার বাংলা আগলে ছিলে তুমি বাংলার বীর।
জীবনকে বাজি রেখেছিল লাক্ষো মুজিব সেনা,
সিন্ধুসমান রক্তে আমার সোনার বাংলা কেনা।

তুমি হইলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,
যুগান্তরে স্মরিবো তোমায় শ্রদ্ধার দ্বীপ জ্বালি।
তোমায় ভেবে আজো কাঁদে, আসমান-মহাসিন্ধু,
তুমি কি আসবে আবার ফিরে, প্রিয় বঙ্গবন্ধু।

স্বৈরাচারী পাকি শাসক শেখ মুজিবকে ধরে,
কারাগারের অন্ধকুটিরে রাখলো তারে পুরে।
ফুসে উঠলো মুজিবসেনা বাঙলার প্রান্তরে,
লাক্ষো মুজিব উঠলো জ্বলে বঙ্গ ঘরে ঘরে।

যার কারণে পেলাম মোরা বাংলার স্বাধীনতা,
শ্রদ্ধায় তোমায় স্মরণ করি হে জাতির পিতা।
আগষ্ট মাসের পনেরতে কুলাংগারের দলে,
বঙ্গপিতাকে খুন করে ভাসালো নয়নজলে।

বিধিগো তোমার অপার লীলা কে বুঝিতে পারে? 
বিশ্বের মানুষ খুশি সবাই খুনির বিচারে।
মর নাই  তুমি মরেছে ওরা হে জাতির পিতা,
ঐ দালালদের ঘরে আজি জ্বলে রাবণচিতা।

সহিদুল
সিংগাপুর

Post a Comment

0Comments
Post a Comment (0)