কোটি কোটি মানুষের তুমি প্রিয় মুখ

MS ISLAM _ BDTutorials2
0

(৭ই মার্চের শ্রেষ্ঠ ভাষণ স্মরণে)
ওগো মোর প্রিয় নেতা,
ওগো মোর জাতির পিতা,
জানি তুমি আসবেনা ফিরে কোনদিন,
জানি মোরা পারবোনা শোধিতে তোমার ঋণ,
তবু তোমার তরে,
অধমের অন্তরে,
নিত্য নিরন্তর জ্বলে রাবণ চিতা,
ওগো মোর প্রিয় নেতা,
ওগো মোর জাতির পিতা,
কোটি কোটি মানুষের তুমি প্রিয় মুখ,
তোমার স্মৃতিতে মোরা খুঁজে ফিরি সুখ,
জানিগো হবেনা দেখা,
ওগো মোর প্রিয় সখা,
তাইতো উত্তাল মার্চে স্মরণ করি হেথা, মহান স্বাধীনতা,
ওগো মোর প্রিয় নেতা,
ওগো মোর জাতির পিতা,
স্বাধীনতার প্রদীপ তুমি দিয়ে গেছ জ্বালি,
তুমি ছাড়া প্রিয়ভূমি লাগে শুধু খালি,
জানি আসবেনা ফিরে,
মেঘনা যমুনার তীরে,
তবু, তোমায় পাবার আশে মনে আকুলতা,
ওগো মোর প্রিয় নেতা,
ওগো মোর জাতির পিতা,
উত্তাল মার্চে তুমি করেছিলে আহবান,
রেখেছিল বাজি তাই বাংলার লাক্ষো প্রাণ,
মুক্তির জোয়ারে,
বাংলার দুয়ারে,
তোমার ওছিলায় পেলাম মহান স্বাধীনতা,
ওগো মোর প্রিয় নেতা,
ওগো মোর জাতির পিতা,
তোমার আহবানের প্রদীপ জ্বালি,
৩০ লাখ সেনানীর পুন্য রক্ত ঢালি,
উড়াল বিজয় কেতন,
বাংলার মানিক রতন,
বিজয় কেতনে ভাসে তোমার উদারতা,
ওগো মোর প্রিয় নেতা,
ওগো মোর জাতির পিতা,
হে বাঙালী জাতির মুক্তির দিশারী,
আমি যে তোমার শুধু প্রেমের অভিসারী
হৃদয়ে প্রেম আমার আছে যত,
তোমাকে সপে যাই আমি অবিরত,
জানি তুমি ফিরবেনা, শুধু বিষন্নতা,
ওগো মোর প্রিয় নেতা,
ওগো মোর জাতির পিতা,
হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালি, তুমি ইতিহাস,
তোমারি আনুকূল্যে প্রিয় ভূমে বাস,
তোমার কন্ঠস্বরের ধ্বনি
আজো কান পেতে শুনি,
জয়বাংলার স্লোগানে অম্লান রবে হে মহান নেতা,
ওগো মোর প্রিয় নেতা,
ওগো মোর জাতির পিতা,
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিংগাপুর
০৭/০৩/২০১৬

Post a Comment

0Comments
Post a Comment (0)