রক্তাক্ত প্রান্তর

MS ISLAM _ BDTutorials2
0

রক্তাক্ত প্রান্তর
(অমর ২১শে স্মরণে)
যেথায় তুমি দেখতে পাও
সজিবতার আলাপনে,
যুগান্তরের ধূলিমাখা তন্বী সরণির ধারে,
জনশূন্য অঁচলে, গভীর তরূবীথিকায়
কিংবা ছোট্ট জলাশয়ের ধারে,
আলোহিত কৃষ্ণচূড়ার ফুল,
আমি ঐ কৃষ্ণচূড়া কিংবা পলাশ, শিমুলের রক্তিম আভায় দেখি,
রক্তের হোলি খেলা,
আমি দেখি রক্তাক্ত প্রান্তর
আমি দেখি রমনার প্রান্তরে পুণ্য রক্তের নহর,
যেথায় তুমি দেখতে পাও
ভোর জাগানিয়া পাখির সুমিষ্ট শীষধ্বনি,
স্নিগ্ধ সতেজ সমীরণে কুহকী উতাল করা সতেজ ঘ্রাণ,
যে ঘ্রাণে পাগলপারা হয়ে কোকিল আহবান করে,
পূবের আকাশে সূর্যের লালিমা দিগন্ত ভেদিয়া শুরু হোক পুন্য দিবস,
আমি ঐ সূর্যের লালিমায় দেখি,
জমাট বাঁধা রক্তবৎ,
যে রক্তে ভেসে উঠে শহীদের ছবি,
যে রক্তে ভেসে উঠে প্রতিরোধের ছবি,
যে রক্তে ভেসে উঠে প্রতিশোধের ছবি|
যেথায় তুমি দেখতে পাও
বিদায়ের অপেক্ষায় থাকা জৈষ্ঠ্যর আদ্র শেষ বিকেল,
যে বিকেলে সমস্ত আকাশটাকে কে যেন
তার ইচ্ছে তুলি দিয়ে অনন্ত বৃষ্টির পরে রক্তিম আভায় রাঙিয়ে দিয়ে গেছে|
যে রক্তিম আভায় তোমার স্মৃতিতে দোলা দিয়ে যায় সদ্য অবগাহন করা লাল শাড়ী পরা নববধূ |
আমি ঐ রক্তিম আভায় দেখি,
রমনা প্রাঙ্গনের সতেজ ঘাসের উপর
অজস্র রক্ত কনিকা,
যে রক্ত কনিকায় ভেসে উঠে শহীদের ছবি,
যে রক্ত কনিকায় ভেসে উঠে বাংলার প্রতিচ্ছবি,
যে রক্তের অপর নাম ২১শে ফেব্রুআরি|
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিংগাপুর
২০/০২/২০১৬ (০৮ পিএম)

Post a Comment

0Comments
Post a Comment (0)