মাগো তোমার চরণধূলী গায়ে মেখে
হয় যেন মোর মরণ,
শেষ দিনেও মাগো তুমি হাসি মুখে
করিও আমায় বরণ।
তোমার ওই মিষ্টি জলে মাগো যখন
ভাসে শাপলা ফুল,
মাগো, তোমার এমন অপার রূপের
হয় কি কোনো তুল?তোমার বুলে যেমন করে সুখ-দুঃখ
প্রকাশ করে যাই
এমন সুন্দর মধুর বাণী, বল মাগো
কোথায় গেলে পাই?