কি আর ভাববো বল আমি,
দেশকে নিয়ে আজি।
উচিত কথা বলতে গেলে
বলবে মোরে পাজি।
কিসের পরীক্ষা কিসের কি?
অধিকার আগে চাই,
পরীক্ষার্থীদের তাই বলে কি
অধিকার কিছু নাই?
কেমনতর অধম মোরা!
কেমন দেশের বাসী?
বিশ্বের লোকে এসব শুনে,
করছে হাসাহাসি।
আজব দেশের মানুষ মোরা
আজব মোদের কারবার,
তাজা মানুষ পোড়া দিয়ে
বলছি এসব অধিকার।
মোহাম্মদ সহিদুল ইসলাম
নিয়মিত লেখক
চলন্তিকা ডট কম