বাঙলার সুনাম

MS ISLAM _ BDTutorials2
0
বাংলা এখন নয়তো শুধু
বাঙলার সুনাম,
বিশ্ব জুড়ে বাঙলা এখন
স্বীকৃত এক নাম।

একুশের জন্য ফেব্রুয়ারী
সম্মানের এক মাস,
বিশ্বকে আজ জনাব আমি
একুশের ইতিহাস।

জিন্না সাহেব দেয় ঘোষণা
উর্দুই হবে রাষ্ট্রভাষা,
মানতেই হবে তা।
স্বৈরাচারের এই ঘোষণায়,
অস্মিতা-ক্ষোভে ফেটে পরে,
বঙ্গবাসী জনতা।

মিছিলে আর স্লোগানে কাঁপলো
বাংলার রাজপথ,
বুলেটে ওরা কেড়ে নিল প্রাণ
রুদ্ধ করতে মত। 

যাদের প্রানের বিনিময়ে
মাতৃভাষা পেলাম
ওদের জন্যই বিশ্বে, বাংলা
স্বীকৃত এক নাম।  

Post a Comment

0Comments
Post a Comment (0)