একুশ তুমি কার?
তুমি কি স্বার্থবাদী বেনিয়ার?
নাকি, তুমি মাতৃভাষা বাংলার।
একুশ তুমি কার?
তুমি কি স্বৈরাচার আইয়ুব খাঁর?
নাকি, তুমি বাংলার জনতার।
একুশ তুমি কার?
তুমি কি সমর্থন কর? আলবদর-রাজাকার?
নাকি, তুমি হৃদয়ে ধার বুলি বঙ্গমাতার।
একুশ তুমি কার?
তুমি কি, পোড়া মানুষের হাহাকার?
নাকি, তুমি চির শান্তি সবুজ বাংলার।
একুশ তুমি কার?
বিশ্বজিতের জন্য মন কি, কাঁদে না তোমার?
নাকি, শুধু নিরবে আঁখি ঝরছে বারবার!
একুশ তুমি কার?
তুমি কি চাওনা সাগর-রুনির বিচার?
নাকি, শুধু বঙ্গের গ্লানি অঙ্গে শুধু বইবে তোমার!
একুশ তুমি কার?
এখনো যার, পাকিস্থানের জন্য হৃদয় পুড়ে তার?
নাকি তুমি ভাষা শহীদদের স্মৃতির অহংকার!
একুশ তুমি কার?
তুমি যেমন বাংলার প্রাণ, বাংলা তেমন তোমার,
একুশ তুমি তার, মায়ের ভাষাকে ভালবেসে প্রাণ দিয়েছে যার।
মোহাম্মদ সহিদুল ইসলাম
নিয়মিত লেখক- বাংলার কণ্ঠ (সিঙ্গাপুর)
অর্গানাইজিং সেক্রেটারি- বাকপ (সিঙ্গাপুর)