ডাস্টবিনের ধারে
জানকি বন্ধু তুমি এক ডলারের মান?
তোমার ঐ একটি ডলার হতে পারে পর্বত সমান।
একটি ডলার অর্জন করতে জানি অনেক কষ্ট,
এও তো জানি অনেক অর্থ করছ তুমি নষ্ট।
একটি ডলার জমা করে দাওনা তাদের তরে,
একটি মুঠো ভাতের জন্যে অশ্রু যাদের ঝরে।
তাদের তরে বন্ধু তুমি হও না মেহেরবান,
তোমার ঐ একটি ডলার হতে পারে পর্বত সমান।
গরীব দুঃখী, অনাথ অনেক এই পৃথিবীর পরে,
অর্থও নাই চিকিৎসাও নাই তাইতো ওরা মরে।
তোমার একটি ডলার পেলে কারো যদি জীবন মিলে,
কি আর ক্ষতি বল তুমি একটি ডলার দিলে?
ছোট্ট একটি বিনিময়ে হতে পারো তুমি মহীয়ান,
তোমার ঐ একটি ডলার হতে পারে পর্বত সমান।
জান কি বন্ধু তুমি? ফুটপাতের ঐ ধারে,
তীব্র শীতে পথশিশু, কত কষ্ট করে?
তুমি কি জান বন্ধু? পথশিশু, ডাস্টবিনের ধারে,
পেটের ক্ষুধায় কুকুরের সাথে কেমনে যুদ্ধ করে?
এক ডলার কি তাদের তরে করতে পারিনা দান?
তোমার ঐ একটি ডলার হতে পারে পর্বত সমান।
কভু কি গেছ বন্ধু, অনাহারীর ঘরে?
অর্থাভাবে কত মানুষ কিডনি বিক্রি করে।
বাঁচবে তুমি, থাকবে তুমি অট্টালিকার পরে,
ক্ষুধার তাড়ায় কেউ যদি আত্মহত্যা করে?
এমন দৃশ্যের দর্শক হয়ে, দাবি কর ইনসান!
তোমার ঐ একটি ডলার হতে পারে পর্বত সমান।
তোমায় ধরে কেহ যদি জীবন ফিরে পায়,
এই মিনতি করি বন্ধু ফিরাইয়ো না তায়।
তোমার একটু কষ্টে, দুঃখির মুখে ফুটবে মধুর হাসি,
এসো বন্ধু হাতটি বাড়াই, মানব প্রেমে ভাসি।
মানবপ্রেমে জীবন তোমার হবে সুমহান,
তোমার ঐ একটি ডলার হতে পারে পর্বত সমান।
জানকি বন্ধু তুমি এক ডলারের মান?
তোমার ঐ একটি ডলার হতে পারে পর্বত সমান।
মোহাম্মদ সহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক, বাকপ_সিংগাপুর,
নিয়মিত লেখক _ বাংলার কন্ঠ ।