একুশ মানে হার নামানা
আমরা বঙ্গ সেনা,
একুশ মানে টালবাহানা
মানিনি মানবোনা।
একুশ মানে মায়ের ভাষা
আমার অধিকার,
একুশ মানে দালাল যত
সতর্ক - হুশিয়ার।
একুশ মানে চরণ ধুলি
দেশ মাতৃকার,
একুশ মানে মার চরণে
ভক্তি শতবার।
একুশ মানে বীরের জাতি
মোরা বঙ্গবীর,
একুশ মানে অপার উন্নত
আমাদের শির।
আমরা বঙ্গ সেনা,
একুশ মানে টালবাহানা
মানিনি মানবোনা।
একুশ মানে মায়ের ভাষা
আমার অধিকার,
একুশ মানে দালাল যত
সতর্ক - হুশিয়ার।
একুশ মানে চরণ ধুলি
দেশ মাতৃকার,
একুশ মানে মার চরণে
ভক্তি শতবার।
একুশ মানে বীরের জাতি
মোরা বঙ্গবীর,
একুশ মানে অপার উন্নত
আমাদের শির।