জীবন নদীর বাঁকে

MS ISLAM _ BDTutorials2
0

জীবন নদীর ঐ বাঁকে     এক দেখাতেই হায়রে 
গাছের কচি ঐ শাঁখে      মন হেরে মোর যায়রে
দেখেছিলাম তোমাকে।    ভালোবেসেছি তাইরে।  
 
তুমি কোন গাঁয়ের মেয়ে   তুমি বুঝতে চেষ্টা কর 
দেখো একটুখানি  চেয়ে   তোমার প্রেমে জড়সড় 
আমি গেছি পাগল হয়ে।   কাছে এসে হাতটা ধর।
 
তুমি তাজা গোলাপ ফুল   তোমার পরশ না পেলে 
আমায় করেছ ব্যাকুল      জীবনের অর্থ নাহি মেলে
তোমার নাই কোনো তুল  তুমি নাওনা বুকে তুলে। 
 
জীবনের মানে বল কি?   যদি মিলন নাহি হয় 
তোমায় নিয়ে স্বপ্ন আঁকি   মনে লাগে অনেক ভয় 
তুমি ছাড়া সবই ফাঁকি।    কথা দাও কারোর নয়।  
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক
বাকপ_ সিঙ্গাপুর
 

Post a Comment

0Comments
Post a Comment (0)