শয়নে স্বপনে দেখি
ঘুম ভাঙ্গিলে স্বপন ফাকি,
বিধির লীলা বুঝা বড় দায়,
তুমি আমায় করলে অসহায়।
ঘুম ভাঙ্গিলে স্বপন ফাকি,
বিধির লীলা বুঝা বড় দায়,
তুমি আমায় করলে অসহায়।
ও বিধি গো…
তুমি আমায় করলে অসহায়।
তুমি আমায় করলে অসহায়।
তুমি আমায় স্বপ্ন দেখাও
নাকি আমিই দেখি?
যেভাবেই হোক দেখাদেখি
একি শুধুই ফাঁকি?
বিরহ যাতনায় প্রাণ
যায়রে বুঝি যায়
ও বিধি গো…
তুমি আমায় করলে অসহায়।
তুমি আমায় করলে অসহায়।
ঘুমে ছিলাম ভালো ছিলাম
ভাঙ্গলো কেন হায়
স্বপ্নে প্রিয়ার কাছে ছিলাম
প্রিয়া বুঝি যায়রে চলে যায়
ভাঙ্গলো কেন হায়
স্বপ্নে প্রিয়ার কাছে ছিলাম
প্রিয়া বুঝি যায়রে চলে যায়
ও বিধি গো…
তুমি আমায় করলে অসহায়।
তুমি আমায় করলে অসহায়।