নারী-পুরুষ
বুঝিনা নর, বুঝিনা নারী,
এটি শুধু বলতে পারি।
আছে যাহার সম্পূর্ণ হুশ,
তাঁকে আমি বলি পুরুষ।
বুঝিনা নর, বুঝিনা নারী,
এটি শুধু বলতে পারি।
হৃদয় যাহার প্রেমে ভারী,
তাকেই আমি বলি নারী।
শুধু শুধুই বলছ কেন?
পুরুষ মন্দ লোক,
ওদের জন্য পায়না খুঁজে
নারী তাহার সুখ।
শুধু শুধুই বলছ কেন?
নারী খারাপ লোক,
ওদের জন্য নর জাতির
দুঃখে ভরে বুক।
যার ছোঁয়াতে শরীর জ্বলে
কেবা তারে মানুষ বলে,
নারী হোক আর নর হোক
ওরা হল বিনষ্ট লোক।
নষ্ট লোকের নাই লক্ষ্যতা
নামে ওরা পুরুষ নারী
নষ্টামিটাই ওদের কাজ
এটি শুধু বলতে পারি।
মোহাম্মদ সহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ কবি পরিষদ
সিঙ্গাপুর শাখা।