আমার মন মজাইয়ারে দিল মজাইরে
আমার মন মজাইয়ারে দিল মজাইরে মুর্শিদ নিজের দেশে যাও
মুর্শিদ ও একি আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও
ঝলকে ঝলকে উঠে পানিরে
কইও রে মুর্শিদের ঠাঁই এই তরীর ভরসা নাই
লাহুত দরিয়া নিতে পাড়িরে।
মুর্শিদ ও একি আমার ভাঙ্গা ঘর তার উপরে নড়চড়
কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়েরে
আবের নেওয়ারীরে কাঞ্চা বাশেঁর বেড়ারে
বাজার লুটিয়া নিল চোরায়রে।
মুর্শিদ ও সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই কমি
আমার মনে আছ মুর্শিদ তুমিও
জীবন মরনে ঠাই দিও এই চরনে
তোমার সাথে যেন থাকিরে।