খোকন সোনা ইস্কুলে যায়
পেন্সিল খাতা নিয়া,
ভুতের বাচ্চা আঁকায় বাবু
আরো আঁকে টিয়া।
পড়ার কথা বললে বাবু
মুখটি করে ভার,
সবগুলো ছড়া নাকি
পড়া আছে তার।
যদিও তার আঁকা নিয়ে
ব্যস্ত থাকে মাথা,
বেশ কয়েকটি ছড়া কিন্তু
মনে তাহার গাঁথা।
অনেক বড় শিল্পী হবে
একটাই কথিকা,
সময় পেলেই আঁকে বাবু
বাংলার পতাকা।
মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul77@gmail.com
২১ পেনজুরু, সিঙ্গাপুর
মোবাইল_৬৫৮৪০২৭২৮১