তোমাদের নিকট মানবতা তুচ্ছ

MS ISLAM _ BDTutorials2
0
তোমাদের নিকট মানবতা তুচ্ছ

কমবেশি আমরা সবাই রসুন দেখেছি,
সকল রসুন কোয়ার গোড়া একটাই।
তোমরা সেই রসুনের গুচ্ছ,
তোমাদের নিকট মানবতা তুচ্ছ।
তোমরা পৃথিবীর যেখানেই থাকোনা কেন
তোমাদের গোড়া একটাই।
কোথাও তোমারা ঈদগাহে বোমা দিয়ে
নর হত্যা কর,
কোথাও স্কুলে ঢুকে নিষ্পাপ শিশুদের
নির্বিচারে মার,
তোমারা হরতালের নামে আগুন দিয়ে
মানুষ পুড়িয়ে দিচ্ছ।
তোমরা সেই রসুনের গুচ্ছ
তোমাদের নিকট মানবতা তুচ্ছ।

তোমাদের উদেশ্য তো একটাই
ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করা,
তোমাদের উদেশ্য তো একটাই
ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা।
ক্ষমতা পাওয়া বা ক্ষমতার যাওয়ার বাসনা
সবার মধ্যেই কমবেশি কাজ করে।
তবে তোমাদের মতো নয়,
মানুষের সরলতাকে কাজে লাগিয়ে
তোমাদের মতো ধর্ম বিক্রি করে নয়।
এভাবে মানুষ মেরে তোমরা
ধর্মীয় রাষ্ট্র করবে গঠন?
হায়রে নর খেকো হায়েনারা
কোথায় তোমরা এমন শিক্ষা নিচ্ছ?
তোমরা সেই রসুনের গুচ্ছ,
তোমাদের নিকট মানবতা তুচ্ছ।
  
তোমরা ধর্মটাই তো ভালো করে বুঝনা,
ভ্রান্ত পথে পুড়াতে চাও বাসনা।
তোমারা ধর্মীয় বই আর সংবিধানের মধ্যে
তালগোল পাকিয়ে ফেলেছ,
ধর্মীয় গ্রন্থকে প্রাধান্য দিবে, এটাই ঠিক
তবে সংবিধানকে অস্বীকার করে?
আমিও আমার পবিত্র ধর্মগ্রন্থকে
প্রাধান্য দেই, তবে সংবিধান স্বীকার করে।
যারা সরল মানুষকে ধোঁকা দিয়ে বলে
ধর্মগ্রন্থই সংবিধান,
তাদেরকে আমি জিজ্ঞাস করবো,
তবে কেন রাষ্ট্র পরিচালনার জন্য,
নবী (সঃ) ইসলামের প্রথম সংবিধান
মদিনা সনদ করেছিলেন?
এদেশ এই সংবিধান ভালো লাগেনা?
তবে শুধু শুধু কেন এদেশে সময় ক্ষেপন করছ!
চলে যাও না কেন সেই দেশে?
যে দেশে তোমার উদ্দেশ্য চরিতার্থ হবে।
তবে কেন আমাদের জ্বালা দিচ্ছ?
তোমরা সেই রসুনের গুচ্ছ,
তোমাদের নিকট মানবতা তুচ্ছ।

আমি বুঝিনা হিন্দু-মুসলিম, ইহুদি-খ্রিস্টান
বুঝিনা কে আল-কায়েদা, কে তালেবান,
যারা নিচ্ছে নির্বিচারে নিষ্পাপ শিশুর প্রাণ,
আমি চাই তাদের গর্দানের বদলে গর্দান।
বলে রাখি তাদেরকেও, গুনতে হবে
তোমাদেরকেও এই নির্মম ভুলের মাশুল
যারা, ঘাতকদের ভ্রান্ত শিক্ষা দিচ্ছ।
তোমরা সেই রসুনের গুচ্ছ,
তোমাদের নিকট মানবতা তুচ্ছ।

মোহাম্মদ সহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ কবি পরিষদ

সিঙ্গাপুর শাখা। 

Post a Comment

0Comments
Post a Comment (0)