বাবা মায়ের স্নেহ

MS ISLAM _ BDTutorials2
0
বাঘের দুধ লাগবে তোমার
আছে ভুরি ভুরি,
টাকা আছে অঢেল তোমার,
দাওনা শুধু তূরী।

যতই থাকুক টাকা-পয়সা,
ভেবেছ কি কেহ?
অর্থ দিয়ে যায় কি কেনা,
বাবা মায়ের স্নেহ?

স্বার্থহীন থাকলে কিছু
সেতো মায়ের মমতা,
এই মমতার হয়কি বল
কোনো কিছু সমতা?

মা একটি ক্ষুদ্র শব্দ,
অসীম মমতার খনি। 
পাবেনা তো এ ধরাতে 
মায়ের মতো ধ্বনি।

যত বড়ই  শিক্ষিত হও
যতই তুমি জ্ঞানী
মা-বাবার  জন্যই তুমি
পাইছ জীবনখানি। 

যতই হওনা উদার তুমি
গগন সমমনা ,
মা-বাবার ত্যাগের নিকট
সকল ধুলিকণা। 

মোহাম্মদ সহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক
বাংলাদেশ কবি পরিষদ

সিঙ্গাপুর শাখা।  

Post a Comment

0Comments
Post a Comment (0)