জিহাদ তুমি খেলবে না আর
গাইবে না তুমি গান,
বাংলার কিছু বেকুবের জন্য
করলে চির অভিমান ।
ছেলের জন্য মায়ের যেথা
বুকটা ফেটে যায়,
বাংলার কিছু পাগল সেথা
উদ্ভট বাণী গায়।
ছেলের জন্য বাবার যখন
পাথর হৃদয়খানি,
সন্দেহতে পুলিশ তারে
করে পেরেশানী।
মরার উপর খাড়ার ঘা
দুঃখ কারে কই,
উচিত কথা বলতে গেলে
অপরাধী হই ।
নষ্ট জনের ভ্রষ্ট কথায়
করেছ তুমি অভিমান,
জিহাদ তুমি চলে গিয়েছ
কাঁদিয়েছ হাজার প্রাণ,।
দায়িত্বশীল পদের লোকে
বকে যায় মুর্খ বাণী,
ওদের নিকট মূল্যহীন
মায়ের চোখের পানি ।
লজ্জা কোথায় রাখব বল
এমন দেশের আমি!
জিহাদকে তুমি স্বর্গে নিও
ওগো মোর অন্তর্যামী
নোট: ওয়াসার পাইপে পড়ে , করুণভাবে চিরবাদায় নেয়া শিশু জিহাদের প্রতি উত্সর্গীকৃত আমার এ কবিতা
ভালো লাগল কবিতা টি পড়ে
ReplyDelete