গভীর রাতের অন্ধকারে
বাইরে যখন এলেম,
হঠাৎ করে আলোর রেখা
দেখতে আমি পেলেম,
ভাইয়া বল্লেন, গভীর রাত
আঁধার ঘন কালো,
পুকুর ধারে এতো রাতে
ওটা কিসের আলো?
ওটা বুঝি ভুতের আলো
ভয় পেয়না ভাই।
তারাতারি চল মোরা
ঘরে চলে যাই।
ভয়ে মোরা দু’ভাই যদি
ঘরে চলে আসি,
ভুতেরা সব খিলখিলিয়ে
করবে হাসাহাসি।
মোহাম্মদ সহিদুল ইসলাম
নিয়মিত লেখক_ চলন্তিকা ডট কম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ কবি পরিষদ (বাকপ), সিঙ্গাপুর শাখা।