পরিশুদ্ধি করতে গেলে বাঁধা সম্মুখীনে,
ধৈর্য তোমায় নিয়ে যাবে সম্মুখপানে।
মানুষ, খাঁটি হয় ভুল বিশোধনে,
পরও আপন হয় মায়ার বাঁধনে।
সোনা আরো খাঁটি হয় পুড়ে আগুনে,
ভালবাসা খাঁটি হয় বাসলে স্বার্থহীনে,
পাচিকা পরিপক্কহয় খাঁটি রন্ধনে,
ধার্মিক নিকষিত হয় গুরুর ইন্ধনে।
লক্ষ্যে পৌঁছতে হয়, কর্তব্য সাধনে,
পাবিরে অমুল্য ধন ভজন-সাধনে।
হাল ছেড়োনা বন্ধু, ধাও সত্য পানে
পৌঁছে তুমি যাবেই বন্ধু মহীসোপানে।
ঘুরছ তুমি অহর্নিশি, কি সন্ধানে?
পাবে কি তারে তুমি দিব্য জ্ঞানে?
পেতে চাইলে অমুল্য ধন, সযতনে
দেহ-মন বিকিয়া দাও গুরুর সনে।