বিশ্বাস

MS ISLAM _ BDTutorials2
0
বিশ্বাস
কেমনে তারে বিশ্বাস করি?
দেখা যায় না যারে।
অমনি-অমনি কেন আমি?  
ভালোবাসি তারে।

এমন কথা, যখন কেহ
প্রশ্ন করে মোরে।
তাদের তরে কিছু কথা
বলছি বিনয় করে।

নিজেকেই তো তুমি কভু
নিজে দেখনা,
কেমন করে পাবে বল
বিধির ধারণা?

নিজের ছবি দেখতে যেথায়
লাগে তোমার আয়না,
আবার বায়না ধরছ তুমি
স্রষ্টা দেখা যায়না।

কেউকি মোরে বলতে পার
বায়ুর রং কি, ভাই?
দেখা যায়না তাই বলে কি,
বায়ু নামে কিছু নাই?

দিনের আলোয় দেখছ যাহা
চর্ম চক্ষে আজ।
ঐ আলোতেই বিরাজ করছে
তোমার অধিরাজ।

মোহাম্মদ সহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ কবি পরিষদ (বাকপ)
সিঙ্গাপুর শাখা

মেইল-Sahidul77@gmail.com

Post a Comment

0Comments
Post a Comment (0)