শিক্ষা-সংস্কৃতি,ভদ্রতা

MS ISLAM _ BDTutorials2
0 minute read
0
জ্ঞান-বিজ্ঞান, শিক্ষায় সবে ভরপুর,
উদ্দেশ্য একটাই যেতে হবে বহুদূর
সামনে অনেক পথ হতে হবে পার,
নিশুতির পন্থে কিছু আছে ভাবার।
সভ্যতার বিবর্তনে এ পৃথিবীটারে,
সাজিয়েছে মানুষ তারে থরে-থরে।
সভ্য হয়েছে মানুষ অসভ্য থেকে,
নগ্নতাকে বিদায় দিয়ে লজ্জা ঢেকে।
ফ্যাশনের নামে আজ হচ্ছে যেসব,
কি করে বলি আমি শালীন ওসব।
যতই সভ্য হচ্ছি মোরা যত চেতন,
ততই উড়িয়ে দিচ্ছি লজ্জা কেতন।  
পোশাক-আশাক যে যত পরবে অল্প,
এটা নাকি তত বেশী ফোটায়  শিল্প।
নামেই শিক্ষা-সভ্যতা জ্ঞান-বিজ্ঞান,
পশ্চিমারা শিষ্টের নামে করছে ভান।
ওদের শিক্ষাদীক্ষায় জ্ঞান করে হ্রাস,
উলঙ্গ হচ্ছি মোরা ছেরে অন্তরবাস।
এই যদি হয় শিক্ষা-সংস্কৃতি,ভদ্রতা,

কোথায় দাঁড়াবে মোদের সভ্যতা। 

Post a Comment

0Comments
Post a Comment (0)