কেউ আসবে, কেউ যাবে
এটাই বিধির লীলা,
অধিকারের নামে কেন,
মানুষ মারার খেলা?
গনতন্ত্র ধ্বংস করছে
কেউবা বলে বেড়ায়,
করবে কায়েম গনতন্ত্র
গেলে ক্ষমতায়।
ক্ষমতায় বসে কেহ
নীতিকথা কয়,
সাগর-রুনীর বিচার
তবু , মনে জাগায় ভয়।
জনগনের অধিকার নাই
স্বত্বের নাইরে রেশ।
অধিকারে, হরতাল দিয়ে
অচল করবো দেশ।
ক্ষমতা নাই, ক্ষমতা চাই
নৈপুণ্যের আবেশ
জনগণের ক্ষমতা চাই
গড়বো সোনার দেশ।
পাটা-পুঁতায় ঘষাঘষি,
আমরা মরিচ শেষ,
ওরাই আবার গড়বে নাকি
সোনার বাংলাদেশ!
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com