নারী,
আমার কি সাধ্য আছে?
তোমায় নিয়ে বলতে কিছু পারি!
কারণ, তুমি যে আমার মা,
পৃথিবীতে তুমিই তোমার উপমা।
নারী,
আমার কি সাধ্য আছে?
তোমায় নিয়ে বলতে কিছু পারি!
কারণ, তুমি যে আমার বোন,
নহে কেনা, এযে রক্তের বাধন।
নারী,
আমার কি সাধ্য আছে?
তোমায় নিয়ে বলতে কিছু পারি!
কারণ, তুমি যে আমার পত্নী,
এযে, আমার জীবনের গাঁথনি।
নারী,
আমার কি সাধ্য আছে?
তোমায় নিয়ে বলতে কিছু পারি!
কারণ, তুমি যে আমার মেয়ে,
ধরায় এসেছ তুমি আমার রক্ত নিয়ে।
নারী,
একটি কথা বলতে আমি পারি,
তোমায় নিয়ে যারা শুধু করে বারাবারি
ভগ্নি-নারী, পত্নি-নারী, মাতা তোমার নারী
ভুলেছ কি? নারীর গর্ভেই জন্ম যে তোমারি।
মোহাম্মদ সহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ কবি পরিষদ (বাকপ)
সিঙ্গাপুর শাখা।