সভ্যতা আর নগ্নতা
সভ্যতা আর নগ্নতা আজ
বড়ই কাছাকাছি,
স্বল্পবাসে তাইতো ওরা
করছে নাচানাচি।
মূল্যবোধে আমার হয়তো
আছে কিছু ভিন্নতা,
কেউ যাহাকে শিল্প বলে
আমি বলি নগ্নতা।
নগ্নতার সংজ্ঞা আমায় কে
বলিয়া দিবে?
কতটুকু কাপড় খোললে
নগ্ন কেহ হবে?
শিল্পের নামে নারী যখন
বক্ষ তাহার খোলে,
সভ্যরা তার বক্ষ দেখে
শিষ্টাচারে দোলে।
পশ্চিমাদের সংস্কৃতি, করছে
যারা ব্যতিহার,
নির্দ্বিধায় বলা যায়, বাড়ছে
সেহায় ব্যভিচার।
সভ্যতা আর শিল্পের জন্য
নগ্ন যদি হতে হয়,
এ জগতে কে আর বল
পশুর চেয়ে সভ্য হয়?
মোহাম্মদ সহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ কবি পরিষদ (বাকপ)
সিঙ্গাপুর শাখা।