আমার ফরিয়াদ
শিশুদের কষ্টের কথা যতই দেখেছি,
ততই মনে হয়েছে রক্তক্ষরণ ,
গাজার হামলা দেখে অনেক কেঁদেছি,
করেছি বিধিকে স্মরণ।
ততই মনে হয়েছে রক্তক্ষরণ ,
গাজার হামলা দেখে অনেক কেঁদেছি,
করেছি বিধিকে স্মরণ।
ও আমার বিধাতা তুমি কি শুনোনা
নির্যাতিত শিশুদের ক্রন্দন!
নির্বিচারে ইসরাইলের শয়তানেরা
ছিন্ন করছে মা-সন্তানের বন্ধন।
নির্যাতিত শিশুদের ক্রন্দন!
নির্বিচারে ইসরাইলের শয়তানেরা
ছিন্ন করছে মা-সন্তানের বন্ধন।
নিষ্পাপ জীবনের উপর হামলা করে
যারা, মাকে সন্তানহারা করে,
ওগো বিধি তুমি একটুখানি নির্দয়
হও না ঐ ইব্লিশদের তরে।
যারা, মাকে সন্তানহারা করে,
ওগো বিধি তুমি একটুখানি নির্দয়
হও না ঐ ইব্লিশদের তরে।
জানি পাপি আমি, হয়তবা কবুল
হবেনা আমার ফরিয়াদ।
তবু্ যে আর সয়না বিধি ,
নিপীড়িত শিশুদের আর্তনাদ।
হবেনা আমার ফরিয়াদ।
তবু্ যে আর সয়না বিধি ,
নিপীড়িত শিশুদের আর্তনাদ।
মোহাম্মদ সহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ কবি পরিষদ (বাকপ)
সিঙ্গাপুর শাখা।
মেইল-Sahidul77@gmail.com
ফোন- ৮৪০২৭২৮১