কে দেবে আমার এই প্রশ্নের জবাব?

MS ISLAM _ BDTutorials2
0
বাংলার কৃতি সন্তান,
মুক্তিযোদ্ধা_ জনাব এস এম আব্দুর রহমান (একজন সৎ পুলিশ অফিসার) , চলন্তিকায় আমার সহ-লেখক
স্যালুট আপনাকে

আমি ছোট মানুষ, মুক্তিযুদ্ধ দেখিনি, তবে মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা চিরদিনের আপনার লেখা (স্মৃতির পাতা থেকে) আমাকে অনুপ্রানিত করেছেআপনার (স্মৃতির পাতা থেকে) ধারাবাহিক লেখা যতটুকু পড়েছি, আমি বুঝতে পেরেছি, একজন পুলিশ অফিসারের (আমি বলব সকল সরকারি অফিসারদের) সৎভাবে জীবন ধারণ করা অনেক কষ্টের।  খন আপনার প্রবন্ধে দেখেছি, অর্থ সল্পতার কারণে আপনার ছোট্ট বাবু দুধের জন্য অনাহারী- যে দৃশ্যের অবতারণায় আপনার কলিজা ছিঁড়ে যাবার মত অবস্থা তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনিযখন আপনার লেখায় দেখেছি অর্থের কারণে আপনার আত্মীয়স্বজন এমনকি আপন বাবা-মা, ভাই-বোন ভুল বুঝে দূরে ঠেলে দিয়েছে তখন কষ্টে আমার মনটা ভারাক্রান্ত হয়েছেআমার কিছু করার নেই, আমিও আমার মনে হয় আপনার মত পাপিশুধু এততুকুই বলতে চাই, আপনাদের মত সৎ মানুষদের জন্যই দুনিয়া টিকে আছেআপনার জীবনের সাথে আমার জীবন অনেকটাই মিলআমি মাস্টার্স কমপ্লিট করে, ১০টি বছর বেসরকারি প্রতিষ্ঠানে অফিসারের জব করেছিপরিবার পরিজন ছেড়ে বর্তমানে  প্রবাসে অবস্থান করছিপ্রবাস জীবন যে কত কষ্টের, তা বুঝানো যাবেনা, হয়তো কিছু টাকা আছে কিন্তু সুখ নেইবাংলাদেশের চাকরি ছেড়ে কেন আমার এই প্রবাস জীবন?

আর আমার এ প্রবাস জীবনের কথা যদি বলি, তাহলে আপনার মত স্মৃতির ডাইরি লিখতে হবে, আপনাকে দেখে আমিও তাই স্মৃতির ডাইরি লিখতে প্ররোচিত হলামআশা করছি আপনার মত আমিও লিখবোতবে সংক্ষিপ্ত করে দুটি কথা বলিঃ

বাংলাদেশে সরকারী চাকরির জন্য আমি অগনিত ভাইবা পরীক্ষা দিয়েছি, কিন্তু ভাগ্য খারাপ চাকরি হয়নি, হয়তো অনেকে বলতে পারেন আমার হয়তো যোগ্যতা নেই, আমিও বলি হয়তবা তেমন যোগ্যতা নেই, তবে আমার সাথে যারা পরীক্ষা দিয়েছিলেন, যাদের চাকরি হয়েছে তিনারা কি খুবি যোগ্য ছিলেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারিআমার চেয়ে অনেক অপদার্থদের চাকরি হয়েছে

আমার কি অপরাধ ছিল? পরীক্ষা নামের যে প্রহসন যোগ্য লোক নির্বাচন করতে পারেনা, ভাইবা নামের ওই প্রহসনের কি দরকার আছেকেন আমার সরকারী চাকরি হলো না? কে দেবে আমার এই প্রশ্নের জবাব?

মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul77@gmail.com
২১ পেনজুরু, সিঙ্গাপুর

মোবাইল_৬৫৮৪০২৭২৮১

Post a Comment

0Comments
Post a Comment (0)