জীবন চলার পথে আমি এক অচেনা পথিক, জানিনা কিসের নেশায়? ছুটছি দিগ্বিদিক। চলার পথে যখন আমি একটু দূর আগাই মাঝে মাঝে সময় পেলে পিছন ফিরে তাকাই। কিছু সুখ আর কিছু দুঃখ সুযোগ করে নেয়, স্মৃতিগুলি মন জানালায় ক্বচিৎ উকি দেয়। সুযোগ বুঝে কিছু স্মৃতি ঠাট্টা করে আমায়, হাসতে থাকি স্মৃতি দেখে হয়ে নিরুপায়। কঠিন কিছু বাস্তবতায় লাগে অসহায়, তবু কালের পরিক্রমায় জীবন চলে হায়। আসার হেতু, যেতে হবে এটাই তো রীতি, ভেবে আকুল হই আমি কি রাখিলাম স্মৃতি? তাইতো হন্যে হয়ে আমি খুঁজি দিবসযামী। আমার ভিতরকোথায় যেন আছেআরেক আমি। মোহাম্মদ সহিদুল ইসলাম লেখক_ চলন্তিকা ডট কম Sahidul77@gmail.com